সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া পর্যটকরা

|

সেন্টমার্টিন ত্যাগ করেছেন হাজারের বেশি পর্যটক।

কক্সবাজার প্রতিনিধি:

দু’দিন বন্ধ থাকার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর থেকে জাহাজ চলাচল শুরু হয়।

মঙ্গলবার দুপুর ১টায় টেকনাফ থেকে চারটি পর্যটকবাহী জাহাজে করে ৭০০ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি বিকাল চারটার দিকে সেন্টমাটিনে এসে পৌঁছায়। এর আগে কক্সবাজার থেকে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী। পরে বিকাল ৫টার দিকে জাহাজগুলো পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন ত্যাগ করে। এর মাধ্যমে দুই দিন ধরে আটকে থাকার পর এক হাজারের বেশি পর্যটক আজ সেন্টমাটিন ত্যাগ করেছে।

আরও পড়ুন: নির্যাতন থেকে বাঁচতে ডিভোর্স দিয়েও মেলেনি মুক্তি, স্ত্রীর সংবাদ সম্মেলন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, গত শনিবার ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হয়। এরপরই সেন্টমার্টিন নৌ-রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। ফলে গত রোববার ও সোমবার দু’দিন জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দ্বীপে আটকা ছিলেন এক হাজারের বেশি পর্যটক।

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএ ও জাহাজ কর্তৃপক্ষ। এ নিয়ে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুপুর থেকে আবার জাহাজগুলো চলাচল শুরু হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply