এবার ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা

|

ক্ষতিপূরণ হিসেবে ফেসবুকের কাছে দেড়শো বিলিয়ন ডলার দাবি করেছে তারা। বিবিসির ছবি।

জাতিবিদ্বেষ এবং উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করলো রোহিঙ্গা শরণার্থীদের একটি দল।

ক্ষতিপূরণ হিসেবে তারা ফেসবুকের কাছে দেড়শো বিলিয়ন ডলার দাবি করেছে। আবেদনকারীরা সবাই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বসবাস করছেন।

তাদের অভিযোগ, মিয়ানমারের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। মামলায় বলা হয়, বছরের পর বছর রোহিঙ্গাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি মহল।

আরও পড়ুন : সু চির শাস্তি কমলো ২ বছর

শরণার্থীদের অভিযোগ, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমগুলো বারবারই এ ব্যাপারে ফেসবুককে সতর্ক করেছে। কিন্তু মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি জেনেও তথ্যগুলোর নিয়ন্ত্রণে কোনো নজরদারি নেই প্রতিষ্ঠানটির। এমনকি পোস্টগুলো মুছে দেয়া বা অ্যাকাউন্টগুলো বন্ধের ব্যাপারেও ফসেবুক কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply