বিদ্রোহীদের দখল থেকে উদ্ধার ইথিওপিয়ার দুই শহর

|

টাইগ্রে বিদ্রোহীদের দখল থেকে গুরুত্বপূর্ণ দুটি শহর পুনরুদ্ধার করলো ইথিওপিয়া সেনাবাহিনী। সোমবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে সরকারের মুখপাত্র।

বিবৃতিতে জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ডেইজি এবং কমবোলশা বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে। একমাস আগে, অঞ্চলগুলোতে দখল প্রতিষ্ঠা করেছিলো বিদ্রোহী গোষ্ঠী, টিপিএলএফ। বাণিজ্য ও শিল্পখাতের করিডোর হিসেবে ব্যবহৃত হয় শহর দুটি।

গত কয়েক মাসে আমহারা প্রদেশের গুরুত্বপূর্ণ শহরগুলো অস্ত্রের মুখে দখল করে নেয় বিদ্রোহীরা। এগিয়ে যেতে থাকে রাজধানীর দিকে। বাধ্য হয়েই সারাদেশে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। প্রধানমন্ত্রী আহ্বান জানান, শেষ সম্বলটুকু নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী নিজেই নামেন ফ্রন্টলাইনে।

আরও পড়ুন : পাকিস্তানের ডাকে আফগানিস্তান নিয়ে আলোচনায় বসবে ওআইসি

প্রসঙ্গত, ইথিওপিয়ার ক্ষমতাকে কেন্দ্র করে গত বছর থেকেই সরকারের সাথে টাইগ্রে বিদ্রোহীদের চলছে গৃহযুদ্ধ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply