অস্ট্রেলিয়ার সিটি কাউন্সিলে বাংলাদেশি দুই নারী জয়ী

|

ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়াতে সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি দুই নারী। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারীর এই জয়। লেবার পার্টি থেকে সাবরিন ফারুকী ও লিবারেল পার্টি থেকে সাজেদা আক্তার সানজিদা বিজয়ী হয়েছেন। দুইজন-ই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কাউন্সিল নির্বাচনে অংশ নেন।

করোনা মহামারিতে বিধিনিষেধের কারণে দুইবার তারিখ পরিবর্তনের পর গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজ্যের ৫ মিলিয়নেরও বেশি ভোটার ভোট দেন। অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ভোট দেয়া প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক। অনুপস্থিত ভোটারের জন্য রয়েছে ৫৫ ডলার জরিমানা।

ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সিটি কাউন্সিল নির্বাচনে প্রায় ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মাসুদ চৌধুরী ও কাম্বারল্যান্ড থেকে সুমন সাহা পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা দুইজনেই বর্তমান বিরোধী দল লেবার পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিজিওনাল কাউন্সিল ডাব্বো থেকে নির্বাচিত হয়েছেন শিবলি চৌধুরী।

আরও পড়ুন: আগামী দিনের মহামারি আরও প্রাণঘাতী হওয়ার সতর্কতা সারা গিলবার্ট’র


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply