‘দক্ষিণ সুদানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে’

|

শুধু সেনাবাহিনীর সাথেই নয় বরং, দু’দেশের মধ্যে যেন সুসম্পর্ক গড়ে ওঠে সে বিষয়ে সজাগ থাকতে হবে। দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল আনোয়ার হোসেন।

আজ সকালে কোয়ার্টার মাস্টার জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুদান সফররত প্রতিনিধি দলকে গার্ড অব অনার দেয় জাতিসংঘ মিশনের ব্যান ইঞ্জিনিয়ার ১৭। গার্ড অব অনার শেষে দক্ষিণ সুদানের টমপিং এ ‘ব্যান ইঞ্জিনিয়ার্স ১৭ এর সঙ্গে দরবারে বসেন কোয়ার্টার মাস্টার জেনারেল। এসময়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নিযুক্ত সদস্যদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। বলেন, স্বল্প জনবল ও যন্ত্রপাতি নিয়ে ব্যান ইঞ্জিনিয়ারদের বেশি কাজ করতে হবে, এটাই নিয়ম। এজন্য অবকাঠামো নির্মাণ কাজের পূর্ব প্রস্তুতি থাকতে হবে।

কোয়ার্টার মাস্টার জেনারেলে আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিনিয়ারদের এমনভাবে কাজ করতে হবে যেন, সেই কাজ দীর্ঘদিন স্থায়ী হয়। এদেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেলক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। ব্যান ইঞ্জিনিয়ার ১৭-এর সদস্যদের মানসম্মত অবকাঠামো নির্মাণের তাগিদ দিয়ে তিনি বলেন,এমনভাবে কাজ করবেন যেন এদেশের মানুষ মনে রাখে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ কন্টিনজেন্টগুলোর অপারেশনাল এবং প্রশাসনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল আনোয়ার হোসেনের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল গত ৯ সেপ্টেম্বর দক্ষিণ সুদান পোঁছায়। বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করবে এ প্রতিনিধি দল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply