মহামারিতেও রমরমা বৈশ্বিক অস্ত্রের বাজার

|

মহামারিতেও অস্ত্র নির্মাণে শীর্ষে ছিলো মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

করোনা মহামারিতে বৈশ্বিক অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও রমরমা ছিলো অস্ত্রের বাজার। বিশ্বজুড়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো গত বছরও রেকর্ড পরিমাণ আয় করেছে। খবর এএফপি’র।

সম্প্রতি প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর বরাতে বলা হয়েছে, মহামারিতেও বিভিন্ন দেশের সরকার অস্ত্র কিনেছে। এছাড়া অস্ত্র কারখানাগুলো সম্প্রসারণেও আইন পাস হয়েছে বিভিন্ন দেশে। বলা হয়েছে, মহামারিতেও বিশ্বব্যাপী অন্তত ১০০টি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের আয় বেড়েছে ১.৩ শতাংশ। আর অস্ত্র ও অস্ত্র-সরঞ্জাম বিক্রি হয়েছে ৫৩,১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের। আশ্চর্যজনক ব্যাপার হলো মহামারিতে অস্ত্র বিক্রির বিপরীতে বৈশ্বিক অর্থনীতি সংকুচিত হয়েছে ৩ শতাংশ।

মানুষের মাঝে বেড়েছে অস্ত্র কেনার প্রবণতা।

এ ব্যাপারে এসআইপিআরআইয়ের গবেষক আলেক্সান্দ্রা মার্কস্টেনার বলেন, করোনায় বিশ্বব্যাপী বেড়েছে অভিবাসন। এর প্রভাব মোকাবেলায় অস্ত্র ও অস্ত্র-সরঞ্জাম ক্রয় খাতে ব্যয় বাড়িয়েছে বিভিন্ন দেশের সরকার। এছাড়াও গত দেড় বছরে বিশ্বজুড়েই বেড়েছে সামরিক খাতে ব্যয়।

মহামারিতেও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নিট প্রফিট বেড়েছে ১.৩ শতাংশ।

উল্লেখ্য, অস্ত্র বিক্রিতে শীর্ষে থাকা দু’টি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের। তালিকার এক নম্বারে থাকা লকহিড মার্টিনের পরই রয়েছে দেশটির আরেক প্রতিষ্ঠান বিএই। এদের ঠিক পরেই অবস্থান করছে চীনের তিনটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ২০১৯ সালের তুলনায় চীনের অস্ত্র বিক্রি বেড়েছে দেড়গুণ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply