তালেবানের হাতে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা নিহতের ঘটনায় ২২ দেশের উদ্বেগ প্রকাশ

|

গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পরই আফগানিস্তানে বেড়েছে গুম ও গুপ্তহত্যা।

আফগানিস্তানে তালেবানের হাতে একের পর এক সাবেক পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২২ দেশ।

গত শনিবার (৫ ডিসেম্বর) নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এতে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমপক্ষে ৪৭ সদস্যকে হত্যার প্রামাণ্য দলিল উত্থাপন করা হয়।

অস্ত্র হাতে টহলরত তালেবান সদস্যরা।

এরপরই বিভিন্ন দেশ নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের জন্য তালেবানরা সাধারণ ক্ষমা ঘোষণা করা স্বত্ত্বেও নিরাপত্তা বাহিনীর ওই সদস্যদের হত্যা করা হচ্ছে, যা মারাত্মক মানবাধিকার লঙ্ঘন। বিবৃতিতে দেশটির সাবেক কর্মকর্তাদের জন্য ক্ষমা ঘোষণার নীতি গ্রহণের তাগিদ দেয়া হয়।

উল্লেখ্য, গত আগস্টে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর শতাধিক সাবেক সরকারি কর্মকর্তাকে গুম ও হত্যা করা হয়েছে বলে জানায় হিউম্যান রাইটস ওয়াচ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply