সারাদেশে বৈরি আবহাওয়া, বৃষ্টি হতে পারে দিনব্যাপী

|

নিম্নচাপে পরিণত হয়ে শক্তি হারানো ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারাদেশে বিরাজ করছে বৈরি আবহাওয়া। দেশজুড়ে কোথাও গুঁড়িগুঁড়ি আবার কোথাও মাঝারি বর্ষণ হচ্ছে।

বিশেষ করে সকাল থেকে উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি অব্যাহত আছে। তবে ঝোড়ো হাওয়া নেই খুব একটা। আবহাওয়া অধিদফতর বলছে, আজও সারাদিন ব্যাপী বৃষ্টিপাত চলতে পারে দেশের অনেক জায়গায়। আর এই বৃষ্টি শীতের তীব্রতা অনেকখানি বাড়াবে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনার কয়রায় ভেঙে গেছে বেড়িবাঁধ। প্লাবিত হয়েছে দুই শতাধিক পরিবারের বাড়িঘর।

আরও পড়ুন : জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

জাওয়াদের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply