নাগাল্যান্ডের বিতর্কিত অভিযানে ১৫ মৃত্যু, ১৪৪ ধারা জারি

|

ভারতের নাগাল্যান্ডে সেনাবাহিনীর অভিযানে এক জওয়ানসহ ১৫ বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। রাজ্যটিতে জারি রয়েছে ১৪৪ ধারা।

প্রশাসন জানিয়েছে, রোববার (৫ ডিসেম্বর) সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালে ‘ভুলবশত’ গুলি চালায় সেনাবাহিনী। এছাড়া তারা বিভিন্ন গাড়িতেও অগ্নিসংযোগ করে। এতে পাল্টা হামলা চালায় ক্ষুব্ধ গ্রামবাসেও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে ১৪৪ ধারা জারি করা হয়। যার আওতায় পাঁচ জনের বেশি জমায়েত হতে পারবেন না। জরুরি পরিবহন ছাড়া সব যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে নাগাল্যান্ড সরকার। হত্যা মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনাটি নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও।

আরও পড়ুন : পাকিস্তানের ডাকে আফগানিস্তান নিয়ে আলোচনায় বসবে ওআইসি

তবে অভিযানের নামে বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় নিন্দা ও সমালোচনায় মুখর ভারতের বিরোধী দলগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply