উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম এখন চীনে!

|

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীন সফর করছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এমন গুঞ্জন উঠেছে। জাপানের বার্তা সংস্থা- কিয়োদো নিউজের দাবি, প্রেসিডেন্ট শি জিন পিং’র সাথে সাক্ষাতের জন্য গোপনে দেশটিতে এসেছেন তিনি।

তাদের দাবি, রোববার ট্রেনে ড্যানডং সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেন কিম জং উন। সোমবার রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে একটি গাড়ি বহরকে গ্রেট হল থেকে দিয়াথাই অতিথি ভবনের দিকে যেতে দেখা গেছে। সাধারণত, শীর্ষ পর্যায়ের রাষ্ট্রীয় অতিথিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয় ভবনটি। বেইজিং’র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় বেড়েছে ধোঁয়াশা।

তিনটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে এক শীর্ষ কর্মকর্তা চীনে এসেছে এমন খবর নিশ্চিত করা গেছে। এই কর্মকর্তা স্বয়ং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন।

গণমাধ্যমের ধারণা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আসন্ন বৈঠকের এজেন্ডা ঠিক করতে এ সফর। পাশাপাশি, মিত্র দেশ চীনের সাথে সম্পর্ক ঝালাই করে নেয়াও সফরের আরেকটি উদ্দেশ্য।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply