ভারত সফরে যাচ্ছেন পুতিন

|

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ভারতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির লক্ষ্যে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে রাশিয়া। সোমবার নয়াদিল্লিতে হবে এ চুক্তি স্বাক্ষর। আনুষ্ঠানিকতা সারতে সংক্ষিপ্ত সময়ের জন্য দিল্লি যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

করোনা মহামারির মধ্যে গত দেড় বছরে এই প্রথম দ্বিপাক্ষিক কোনো সফরে দেশের বাইরে যাচ্ছেন তিনি। বিষয়টিকে ভারত-রাশিয়া বিশেষ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছে নয়াদিল্লি।

ভারতীয় গণমাধ্যম বলছে, সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকে প্রতিরক্ষা চুক্তি সই করবেন পুতিন। এর আওতায় দিল্লিকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিপুল সংখ্যক রাইফেল সরবরাহ করবে মস্কো। অবশ্য রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে আগেই দিল্লিকে নিজেদের আপত্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply