চাইলে যে কেউ উদ্যোক্তা হতে পারে: প্রধানমন্ত্রী

|

যে কেউ চাইলে উদ্যোক্তা হতে পারে। তাই পড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ডিসেম্বর) সকালে নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ হবে বাংলাদেশ। আর সেই লক্ষ্য অর্জনে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ‘দেশের গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন শেখ হাসিনা’

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও যোগাযোগ ঠিক থাকলে পণ্য উৎপাদন কোনো সমস্যা নয়। আগামীতে খাদ্যপণ্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে করা যাবে। এজন্য বাজার খুঁজে বের করতে হবে, উৎপাদন করতে হবে আন্তর্জাতিক মানের পণ্য।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply