ভারতের মাটিতে দেশটির রেকর্ড ভেঙে সর্বনিম্ন রানের ইনিংস নিউজিল্যান্ডের

|

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে মাত্র ৬২ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। যা ভারতের মাটিতে কোনো দলের সর্বনিম্ন রান।

৬২ রানে অল আউট হয়ে কিউইরা ভাঙল দীর্ঘ ৩৪ বছরের এক লজ্জার রেকর্ড। এর আগে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজ দেশেই মাত্র ৭৫ রানে অলআউট হয় ভারত। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটি।

নিজ দেশে একবার ৭৬ রানেও অল আউট হয়েছিল ভারত। আহমেদাবাদে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রানে অল আউট হয় লজ ব্লুরা। ২০১৫ সালে এই দক্ষিণ আফ্রিকাকেই আবার ৭৯ রানে অল আউটের লজ্জায় ফেলে প্রতিশোধ নেয় ভারত।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ১৮ সদস্যের দল ঘোষণা

২০২১ সালে আবার ইংল্যান্ডকে ৮১ রানে অল আউট করে ভারত। আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচের পিচ নিয়েও সমালোচনা কম হয়নি। র‍্যাঙ্ক টার্নার বানানোর জন্য ভারতের সমালোচনা করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনসহ অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply