অর্থপাচারে জড়িত ২৯ ব্যক্তি: দুদক

|

অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে ২৯ ব্যক্তি ও ১৪ প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তালিকায় নাম রয়েছে দেশের আলোচিত ব্যক্তি মুসা বিন শমসের ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর।

দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির করা এই তালিকা ৫ ডিসেম্বর (রোববার) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে দাখিল করা হবে। এর আগে হাইকোর্ট দুদকের কাছে অর্থপাচারকারীদের তথ্য জানতে চেয়েছিল।

যমুনা নিউজের কাছে আসা দুদকের করা এই তালিকায় আবদুল আওয়াল মিন্টুর পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মাল্টিমোড লিমিটেডের অংশীদার নাসরিন ফাতেমা আউয়াল, তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার মো. আউয়াল এবং আমেরিকা প্রবাসী মোগল ফরিদা ওয়াই ও শহিদ উল্লাহ। এতে আরও আছেন ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী, উম্মে রুবানা প্রমুখ। এছাড়া ২৯ ব্যক্তির অনেকেই মূলত রয়েছেন অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে দুদকের করা ১৪ প্রতিষ্ঠানের মালিকানায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply