আনন্দমোহন কলেজের হল বন্ধের নির্দেশ

|

কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থান।

ময়মনসিংহ ব্যুরো:

অনিবার্য কারণ দেখিয়ে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের হল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট ঘোষণা করায় উত্তেজনা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ শহরের আনন্দমোহন কলেজের শাখা ছাত্রলীগ ইউনিটটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে কলেজ ছাত্রলীগের কর্মীরা। এসময় তারা দাবি জানায়, আনন্দমোহন কলেজের শাখা ছাত্রলীগ ইউনিটটি পূর্বের ন্যায় কেন্দ্রের সাথে সংযুক্ত রাখতে।

এ ঘটনায় উত্তজনা দেখা দিলে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ ছাত্র ও ছাত্রী হোস্টেলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়ে নির্দেশনা জারি করেন। এ নির্দেশে বলা হয় ছাত্রদের রাত সাড়ে ৮টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল আটটায় হল ছেড়ে যেতে হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply