বিয়ের জন্য চাপ দেয়ায় খুন হয় কিশোরী খুশি

|

ছাতকে কিশোরী হত্যার ঘটনায় মূল আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এসময় হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে মো. মহিউদ্দিনকে গ্রেফতার করার কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন জানান, তাদের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। খুশি বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল তাকে। মহিউদ্দিন বিয়ে করতে অস্বীকার করলে খুশি বেগম তাদের সম্পর্কের বিষয়টি পরিবার ও স্বজনদের কাছে প্রকাশ করা দেয়ার হুমকি দেয়। এরপরই খুশি বেগমকে কৌশলে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে মহিউদ্দিন।

আরও পড়ুন : কথা কাটাকাটির জেরে চা দোকানদারকে কুপিয়ে খুন

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর নিখোঁজ হয় খুশি। সে মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজের বিষয়ে দুই দিন পর তার বাবা ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২১ নভেম্বর সকালে প্রত্যক্ষদর্শীদের দেওয়া খবরের ভিত্তিতে গ্রামের একটি ধান ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply