পশ্চিমবঙ্গে ঘূর্ণিঘঝড় জাওয়াদের প্রভাবে ঝড় ও বৃষ্টি

|

পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর প্রভাবে দিঘাসহ বেশ কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, রোববার (৫ ডিসেম্বর) সকাল নাগাদ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল হয়ে আঘাত হানবে জাওয়াদ। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেয়া হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের। এছাড়া পর্যটকদের সাগরে নামায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

উড়িষার ১৯টি জেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ৭৫টির বেশি এলাকার রেল যোগাযোগ।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় জাওয়াদ: দেশের সব সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

তবে জাওয়াদ আঘাত হানার আগেই কিছুটা শক্তি হারাতে পারে বলে জানানো হয়েছে। উপকূলের জেলাগুলোয় সোমবার পর্যন্ত জারি থাকবে ভারি বৃষ্টির পূর্বাভাস।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply