বঙ্গবন্ধুর সফলতা নিয়ে গবেষণা করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

|

দক্ষ প্রশাসক হিসেবে বঙ্গবন্ধুর সফলতা নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের নির্বাচিত সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়, একাত্তরে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধ।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। মুক্তিযুদ্ধে সরকারি কর্মকর্তাদের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও সিএসপি আবুল হাসান মাহমুদ আলী বলেন, যোগ্যতা থাকার পরও পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতো। এতে মুক্তিযুদ্ধ শুরু হলে ক্ষুব্ধ বাঙালি কর্মচারীরা বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

আরও পড়ুন : গণতন্ত্র ও সুশাসন ফেরাতে খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরতে হবে: ফখরুল

বঙ্গবন্ধুকে দক্ষ প্রশাসক উল্লেখ করে বক্তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সদ্যস্বাধীন দেশের উন্নয়ন থামিয়ে দিয়েছিল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply