সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির

|

সড়ক, রেল ও নৌপথের সব গণপরিহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ায় যাতায়াতের সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার নির্ধারিত ভাড়া কার্যকরের দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক সমাবেশে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, সরকার হাফ পাসের ঘোষণা দিলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। অনেক বাসে শিক্ষার্থী উঠানো হচ্ছে না। নেয়া হচ্ছে না অর্ধেক ভাড়া। শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: নিরাপদ সড়কের দাবিতে সরকারকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

তিনি অভিযোগ করেন, এমন চলতে থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়তেই থাকবে। মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, পরিবহন খাতে নেতৃত্ব দানকারীরাই সড়কে অব্যবস্থাপনার জন্য দায়ী। যা পরিবর্তনে মালিক শ্রমিক নেতৃত্বের পরিবর্তন আনা জরুরি। সমাবেশে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ২০ দফা সুপারিশ পেশ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply