আট ক্লাবকে আড়াই কোটি টাকা জরিমানা উয়েফার

|

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন ভঙ্গ করায় আট ক্লাবকে আড়াই লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান।

ক্রিস্টিয়ানো রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু করা প্রথম ক্লাব পর্তুগালের স্পোর্টিং লিসবন ও পোর্তোসহ মোট আটটি ক্লাবকে গুণতে হবে এই জরিমানা। এই জরিমানা পরিশোধ করার জন্য আট ক্লাবকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছে উয়েফা।

আরও পড়ুন: মেসির তিনশো কোটি টাকার হোটেল ভেঙে ফেলার নির্দেশ!

এই দুই ক্লাব ছাড়াও স্পেনের রিয়াল বেটিস, কাজাখস্তানের আস্তানা, রোমানিয়ার সিএফআর ক্লুজ, বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া, জিব্রাল্টারের মোনস কাল্প ও পর্তুগালের স্যান্টা ক্লারাকেও গুনতে হবে জরিমানা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply