আবারও নৌকার মনোনয়ন পেলেন মেয়র আইভী

|

ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জে আইভী ছাড়াও মেয়র পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগর সহ-সভাপতি চন্দন শীল। এদিকে আইভীকে আবারও নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার খবরে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা।

এর আগে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে জয়ী হয়েছিলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথমবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply