ভারতে যুদ্ধবিমানের চাকা চুরি! চোর ধরতে মরিয়া বিমানবাহিনী

|

ছবি: সংগৃহীত।

ভারতে যুদ্ধবিমান মিরাজের চাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের লাখনৌয়ে। এতে হৈচৈ পড়ে গেছে গোটা এলাকায়। এরই মধ্যে চাকাটি উদ্ধার এবং চোরকে চিহ্নিত করতে মাঠে নেমে পড়েছে দেশটির বিমানবাহিনীর একটি তদন্ত দল, কাজ করছে পুলিশও। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, সম্প্রতি একটি ট্রেলারে করে যুদ্ধবিমানের পাঁচটি চাকা রাজস্থানের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময়ই চুরি হয় ওই চাকা। ট্রেলারটির চালককে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

চালক হেম সিংহ রাওয়াতের দাবি, উত্তর প্রদেশে আশিয়ানা থানা এলাকায় এসে ওই দিন ব্যাপক যানজটে আটকে যায় যুদ্ধবিমানের চাকা বহনকারী ট্রেলারটি। এসময় পাশেই দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে দু’জন অজ্ঞাত ব্যক্তি নেমে একটি চাকা নিয়েই পালিয়ে যায়। হেম সিংহ তাদের পিছু করলেও যানজটের সুযোগ নিয়ে পালিয়ে যায় তারা।

এরপরই অভিযোগ দায়ের করান ওই চালক। তবে এটি সাধারণ কোনো চুরি, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply