ভারতে ওমিক্রন আক্রান্ত ২ ব্যক্তির পরিচয় প্রকাশ

|

ছবি: সংগৃহীত

ভারতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ২ ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের একজন ব্যাঙ্গালুরুর চিকিৎসক, যার সংস্পর্শে আসা ৫ ব্যক্তিই করোনায় আক্রান্ত হয়েছেন। অপরজন আফ্রিকান নাগরিক, যিনি এরইমধ্যে দুবাই চলে গেছেন। তার সংস্পর্শে আসা ২৪০ ব্যক্তির উপর চলছে নজরদারি। ওমিক্রন নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এরইমধ্যে ৩৭টি ল্যাবে চলছে ওমিক্রনের জিনোম সিকোয়েন্সিং।

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে এরইমধ্যে ভারতে ২ জন শনাক্ত হওয়ায় সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে দেশটি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লাভ আগারওয়াল বলেন, ওমিক্রন আক্রান্ত দু’জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করা গেছে। তাদের একজন থেকে ৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের হালকা উপসর্গ রয়েছে। তাদের শরীরে এমন কোনো লক্ষণ দেখা যায়নি যাতে পরিস্থিতি শঙ্কাজনক মনে হয়।

আরও পড়ুন: ভারতে শনাক্ত ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি গোপনে গেলেন দুবাই!

আক্রান্ত অপরজন আফ্রিকার নাগরিক, যিনি এরইমধ্যে ভারত থেকে দুবাই চলে গেছেন। তার সংস্পর্শে আসা ২৪০ জনকে রাখা হয়েছে নজরদারীতে। যদিও স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারও-ই করোনা ধরা পড়েনি। এ ঘটনার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কবস্থায় আছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বিভাগের পরিচালক সুজিত কুমার সিং বলেন, উচ্চঝুঁকিতে থাকা দেশগুলো থেকে যারাই আসছেন তাদের পিসিআর টেস্ট করানো হচ্ছে। যাদের পজেটিভ আসছে তাদের সাথে সাথে আইসোলেশনে রাখা হচ্ছে। ওই সব ব্যক্তিদের সংস্পর্শে যারাই এসেছেন, তাদের উপরও নজরদারি করা হচ্ছে। সবগুলো বিমানবন্দর আমাদের গাইডলাইন অনুসরণ করছে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের ডিজি বলরাম ভারগভ বলেন, ৩৭টি গবেষণাগারে ওমিক্রন ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা চলছে। আমরা আশা করছি দ্রুতই এই ভ্যারিয়েন্টের দুর্বলতাগুলো খুজে পাবো। তাই সবার প্রতি আহ্বান, কেউ আতঙ্কিত হবেন না।

পূর্ব সতর্কতা হিসেবে দেশটির স্বার্স্থ্যকর্মীদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, ৩০ দেশে শনাক্ত


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply