পোশাকে ভর করে অর্থবছরের প্রথম পাঁচ মাসে বেড়েছে রফতানি আয়

|

পোশাক রফতানির উচ্চ প্রবৃদ্ধির ওপর ভর করে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানি আয় বেড়েছে। জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত, রফতানি আয় হয়েছে এক হাজার ৯৭৯ কোটি ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৩.২৭ শতাংশ বেশি। অন্যদিকে একক মাস হিসেবে সর্বশেষ নভেম্বর মাসে রফতানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ৩১ শতাংশ বেড়েছে।

প্রধান রফতানি পণ্য পোশাক খাতের রফতানি আয় ভালো হওয়ায় রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, কয়েক মাসে রফতানি প্রবৃদ্ধি অর্জিত হলেও অতিমারির ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।

আরও পড়ুন : বাজারে বেড়েছে শীতাকালীন সবজি, কমেছে দাম

ওমিক্রন ভ্যারিয়েন্টের আগমনে বৈশ্বিক অর্থনীতি এরই মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তৈরি পোশাকের রফতানি আয় ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় দুইই বেড়েছে। প্রবৃদ্ধি হয়েছে ২৩ শতাংশ। এই পাঁচ মাসে প্লাস্টিক পণ্যের রফতানি আয়ও বেড়েছে। এ সময় কৃষিজাত পণ্য রফতানি হয়েছে ৫৫ কোটি ৬৪ লাখ ডলারের। এ ছাড়া টেরিটাওয়েল, হোম টেক্সটাইল ও হস্তশিল্প পণ্যের রফতানি আয়ও বেড়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply