খালেদা জিয়ার কিছু হলে সরকারই দায়ী হবে: ফখরুল

|

ফাইল ছবি।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো সরকারের জন্যই দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারই দায়ী হবে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তির শপথ গ্রহণ করেন দলটির নেতা-কর্মীরা।

বিএনপি মহাসচিব বলেন, ৭১-এর ডিসেম্বরের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন খালেদা জিয়া। আর স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে এসে বন্দী ফ্যাসিস্ট সরকারের হাতে।

আরও পড়ুন: নাগরিক ঐক্যের সভাপতি হলেন মাহমুদুর রহমান

তিনি আরও বলেন, এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসন, স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতিসহ রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। আগামী নির্বাচনকে লক্ষ্য করে আবারও কুট-পরিকল্পনা করছে তারা।

মানববন্ধনে যোগ দেয়া মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে বিনা চিকিৎসায় হত্যার চক্রান্ত চলছে। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply