ভুল পরামর্শ দেয়ায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে জিতলেন তরুণী

|

ছবি: সংগৃহীত।

নিজের মাকে ভুল সময়ে গর্ভধারণ এবং ত্রুটিপূর্ণ অবস্থায় সন্তান ভূমিষ্ঠ করার অনুমতি দেয়ার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকার মামলা করে জিতেছেন এক তরুণী। এভি টোম্বিস নামের ২০ বছরের এই তরুণী যুক্তরাজ্যের বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ত্রুটিপূর্ণ অবস্থায় সন্তান ভূমিষ্ঠ করার অনুমতি দেয়ার কারণে শারীরিক দুর্বলতা নিয়ে জন্ম হয় এভির। জন্ম থেকেই স্পাইনা বিফিডা নামে রোগে আক্রান্ত এই তরুণী। মেরুদণ্ডের এই অসুখের জন্য কখনও কখনও ২৪ ঘণ্টায় টিউবের সাহায্যে চলতে হয় এভিকে। আর এই ব্যাধির জন্যই চিকিৎসক ফিলিপ মিচেলকে দায়ী করে আদালতে টেনে নিয়ে যান এভি।

আরও পড়ুন: এবার ভারতেও শনাক্ত হলো ওমিক্রন

অভিযোগে এভি বলেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তার মাকে সঠিক পরামর্শ দেননি চিকিৎসক। যদি তিনি মাকে বলতেন তার সন্তান স্পাইনা বিফিডায় আক্রান্ত হতে পারে, আর সেই ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিডযুক্ত খাবার ও ওষুধ খাওয়া প্রয়োজন, তা হলে হয়তো তার এই অবস্থা হতো না। তার মা নিশ্চয় ত্রুটিযুক্ত সন্তান গর্ভে ধরতে চাইতেন না কিংবা ওই সন্তান পথিবীতে আসুক, তা চাইতেন না।

লন্ডনের হাইকোর্ট এটিকে নজিরবিহীন মামলা বলে উল্লেখ করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply