ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

|

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বুধবার (১ ডিসেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে ১০ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৮ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। থাইল্যান্ডে তৈরি হওয়া জাওয়াদ বর্তমানে মিয়ানমারের কাছাকাছি সমুদ্রে অবস্থান করছে। আবহাওয়াবিদদের দাবি, সমুদ্রের যে স্থানে এটি অবস্থান করছে সেই স্থানের পানির তাপমাত্রাই বলে দিচ্ছে ঘূর্ণিঝড়টি প্রবল আকার ধারণ করতে চলেছে।

আরও পড়ুন: বিশ্বের ২৩ দেশে ছড়িয়েছে ওমিক্রন

ঘূর্ণিঝড়টি ৩ ডিসেম্বর পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যের মাঝা-মাঝি স্থানের উপকূলে পৌঁছার পরে উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের উপকূলের দিকে যাত্রা করতে পারে। আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলেও।

ঘূর্ণিঝড়টির নাম ‘জাওয়াদ’ দিয়েছে সৌদি আরব। জাওয়াদ শব্দের অর্থ উদার বা মহান। এরই মধ্যে জাওয়াদের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। রাজ্যটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সপ্তাহের শেষে কলকাতাসহ উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply