বসে বসে জাতীয় সংগীত গাইলেন মমতা, থানায় অভিযোগ দায়ের

|

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার জাতীয় সংগীত অবমাননার অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক বিজেপি নেতা। খবর ইন্ডিয়া টিভি নিউজের।

বুধবার (০১ ডিসেম্বর) মুম্বইতে একটি সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরুর পর দাঁড়িয়েছিলেন মমতা। এরপরই বিজেপির সমলোচনার মুখে পড়েন তিনি।

বিজিবির অভিযোগ, জাতীয় সংগীতকে অসম্মান করেছেন মমতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপি নেতারা পরপর সেই মুহূর্তের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা যায় যে হঠাৎ মাঝপথে জাতীয় সংগীত শেষ করে দিয়েই বসে যান তিনি।

আরও পড়ুন: শাহরুখ প্রতিহিংসার শিকার হয়েছে: মমতা

এই ঘটনার প্রেক্ষিতে মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক বিজেপি নেতা। সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই বিজেপির একজন নেতা মমতার বিরুদ্ধে জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর অভিযোগ দায়ের করেছেন। ওই বিজেপি নেতার অভিযোগ, বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা এবং তারপরে ৪ বা ৫টি শ্লোকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আজ উনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply