শ্বশুরের শখ মেটাতে হাতিতে চেপে বিয়ে!

|

ছবি: সংগৃহীত

আমিন বাবু:

কথায় বলে শখের তোলা লাখ টাকা! আর সেটা যদি হয় বিয়েতে, তবে তো কথাই নেই। গতরাতে এমন এক শখ মেটানো বিয়ের সাক্ষী হলো বগুড়াবাসী। ব্যতিক্রমী আয়োজনে নজর কেড়েছেন এক যুবক।

জীবনসঙ্গীকে ঘরে তুলতে হাতি ভাড়া করে তার পরিবার। বাদ্যের তালে হাতির কসরত আর স্বজনদের উচ্ছ্বাসে সাতপাঁকে বাঁধা পড়েছে বর-বধূ।

হঠাৎ করেই বাদ্য-বাজনাসমেত হাতির পিঠে চেপে বগুড়া শহরের ব্যস্ত সড়ক ধরে বিয়ে করতে চলেছেন এক বর। সঙ্গে বরযাত্রী না থাকায় প্রথমে নিশ্চিত হওয়া যাচ্ছিল না; পরে বর নিজেই নিশ্চিত করলেন বাবা আর হবু শ্বশুরের শখ মেটাতেই এমন আয়োজন।

বুধবার রাতে শহরের কাজী নজরুল ইসলাম সড়ক ধরে চেলোপাড়া এলাকার বাসিন্দা জর্জ দাস চলেছেন কাটনারপাড়া এলাকার দিকে। সেখানকার এক কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন। বর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জর্জ দাস আর কনে তিথি রায়।

মহাস্থানের দি বুলবুল সার্কাসের সদস্য এনামুল হক জানান, করোনার কারণে দীর্ঘদিন কোনো মেলা না থাকায় সার্কাসের হাতিগুলো এখন প্রায় বসেই থাকে। অনেকে শখ করে হাতিতে চেপে বিয়ে করতে যেতে চাইলে, তারা ভাড়া দেন। দূরত্বভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়া হয় হাতি ভাড়া নেয়ার জন্য।

বৃহস্পতিবার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে ফেরার পথেও হাতি থাকবে কিনা, সেটা নিশ্চিত নয় বলে জানিয়েছে বরপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply