দলের স্বার্থে নিজের বেতন কমালেন কোহলি

|

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। আইপিএলের আসন্ন ১৫তম আসরে নিজের বেতন কমিয়ে দিয়েছেন কোহলি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে ২ কোটি রুপি কমিয়েছেন কোহলি। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নিলামে কোহলিকে ১৭ কোটি রুপিতে দলে নিয়েছিল বেঙ্গালুরু। বেতন কমানোর গুঞ্জন সত্যি হলে কোহলির বেতন এবার ১৫ কোটি। কোহলি ছাড়াও বেঙ্গালুরু এবার ধরে রেখেছে গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি) আর মোহাম্মদ সিরাজকে (৭ কোটি রুপি)। কোহলি হঠাৎ কেনো বেতন কমালেন? কারণটা জানিয়েছেন বেঙ্গালুরুর সাথে যুক্ত ভারতের সাবেক উইকেটকিপার পার্থিব প্যাটেল।

তিনি বলেন, বেঙ্গালুরুর প্রতি সব সময়ই দায়বদ্ধ কোহলি। সে এবার নিজের বেতন ২ কোটি রুপি কমিয়ে দিয়েছে কেবল নিলামে যেন দল বেশি টাকা নিয়ে নামতে পারে, সেটি ভেবে। কোহলি ২ কোটি ছাড়লে সেই টাকা দিয়ে বেঙ্গালুরু হয়তো কার্যকর কোনো ক্রিকেটার কিনতে পারবে। এর মাধ্যমে কোহলি সবাইকে দেখিয়ে দিলো দল ওর কাছে বড় একটা ব্যাপার।

আরও পড়ুন: বিসিবির রহস্যঘেরা দল নির্বাচন

দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুর নেতৃত্ব দিয়েও দলকে শিরোপা উপহার দিতে পারেননি কোহলি। তারপরও দল তাকে ধরে রাখায় খুশি কোহলি। তিনি বলেন, দল আমাকে ধরে রেখেছে সে জন্য ভালো লাগছে। আমি বেঙ্গালুরুতে থাকা নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা করিনি। এখনো দলের হয়ে সেরাটা দিতে পারিনি। নতুন মৌসুমের জন্য আমি মুখিয়ে আছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply