নারীরা জন্মগতভাবেই যোদ্ধা: মেয়র আইভী

|

অনুষ্ঠানে বক্তব্যরত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সিনিয়র করেসপন্ডেন্ট:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারীরা জন্মগতভাবেই যোদ্ধা। নানা ধরনের নেগেটিভ কথা শুনেই তাদের সামনে এগিয়ে যেতে হয়। নারীরা যত বেশী আত্মপ্রত্যয়ী হবেন তত বেশী এগিয়ে যাবে।

আজ বুধবার (১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগ শেখ রাসেল পার্কে ই-কর্মাস প্লাটফরম ‘উই’ আয়োজিত নারী উদ্যোক্তা মেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র আইভী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেয়ার জন্য কাজ করছেন। দেশের
এমন কোন সেক্টর নেই যেখানে তিনি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন না। আইভী বলেন, ৫-১০বছর আগেও ই-কর্মাস প্লাটফরম আমার চিন্তাও করতে পারতাম না। তিনি আরও বলেন, এই বিশ্বায়নের যুগে স্বনির্ভর হয়ে দেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিরলস চেষ্টা ও পরিশ্রমের কারণে। তিনি যেভাবে দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের সহায়তা করছেন, এতে নারীরা আরও বেশী আত্মপ্রত্যয়ী হয়ে উঠছেন।

আইভী বলেন, উই মানে ওমেন আবার উই মানে আমরা। আমরাও যে শক্তিশালী তা আজকে এই গ্রুপের নারীরা তা দেখিয়ে দিয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, উই বাংলাদেশের নারীদের উদ্যোক্তা হতে সহায়তা করছে বলেই তাদের আজ ১২ লাখ সদস্যের বিশাল পরিবার হয়েছে, আমি উই এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply