আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ভারত

|

ছবি: সংগৃহীত

ভারতের ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার (১ ডিসেম্বর) দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডিজিসিএ জানিয়েছে, ওমিক্রনের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সবার সাথে পরামর্শ করে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর নতুন তারিখ যথাসময়ে অবহিত করা হবে বলেও জানায় তারা।

এর আগে, গত সপ্তাহে ডিজিসিএ কর্তৃপক্ষ জানিয়েছিলো যে আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে। তখন বলা হয়েছিলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় না থাকা দেশগুলোর যাত্রীরা ১৫ ডিসেম্বর থেকে মহামারি শুরুর আগের নিয়ম অনুযায়ী যাতায়াত করতে পারবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply