এবার সৌদিতেও শনাক্ত হলো ওমিক্রন

|

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে এক ব্যক্তির শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, উত্তর আফ্রিকার একটি দেশ থেকে আসা এক ব্যক্তির শরীরে করেনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করা হয়েছে। এই প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ওমিক্রন ধরন শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তি সৌদি নাগরিক। তিনি উত্তর আফ্রিকার একটি দেশ ঘুরতে গিয়েছিলেন। এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: ‘ওমিক্রন নিয়ে আতঙ্ক নয়; সুরক্ষা দেবে টিকা’

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৯ নভেম্বর জানিয়েছিল, বেশ কয়েকবার বিবর্তিত হওয়া করোনাভাইরাসের ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এটি খুবই সংক্রামক এবং বিভিন্ন জায়গায় ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনতে পারে। এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে টিকা নিতে আহ্বান জানিয়েছে। এ ছাড়া ভ্রমণকারীদের সেলফ-আইসোলেশন এবং টেস্টের নিয়ম মেনে চলারও আহ্বান জানিয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply