মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

|

মানিকগঞ্জে ‘প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা’ নামের এক এনজিও চেয়ারম্যান শহিদুল হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি ও ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে সূত্রে জানা যায়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শাহিন ও নিহত শহিদুল মিলে প্রিয় বাংলা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেছিলো। ২০০৬ সালের ২১ মে ফান্ডের ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক শাহিন ও অন্যান্য আসামিরা চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদকে ধরে নিয়ে গলা কেটে হত্যা করে। পরদিন সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া এলাকা থেকে তার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে দুই কিলোমিটার দূর থেকে উদ্ধার হয় তার মাথা। এ ঘটনায় সাত জনকে আসামি করে থানায় মামলা হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর মামলার রায়ে বিচারক আসামি শাহিনকে ফাঁসি এবং সাহেদ মিয়া, রাজা মিয়া, আব্দুল কুদ্দুস ও সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরও পড়ুন: জয়পুরহাটে বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই সাত লাখ টাকা

রায় ঘোষণার সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শাহিনসহ দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক আছে। আসামিদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply