জয়পুরহাটে বসতঘরে আগুন লেগে পুড়ে ছাই সাত লাখ টাকা

|

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে একটি বসতঘর ও লাগোয়া গোয়ালঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৭ লাখ টাকার বান্ডিলসহ ঘরের আসবাবপত্র।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মধ্যরাতে জয়পুরহাট সদর উপজেলার জামতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামতলী গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ দ্রুত আগুন নেভাতে এগিয়ে এলেও কিছুক্ষণের মধ্যেই বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় অগ্নিকাণ্ডে একটি গরু এবং ঘরে থাকা ৭ লাখ টাকা পুড়ে যায়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে গরু ও নগদ টাকাসহ পুরো বাড়ি পুড়ে যাওয়ায় নির্বাক মিল্লাত হোসেন এখন নিঃস্ব বলে জানিয়েছেন তার স্বজনরা। পুড়ে যাওয়া নগদ টাকাগুলো মিল্লাত গরু বিক্রি করে এনেছিলেন বলে জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply