মিশিগানে স্কুলে গোলাগুলি: ৩ শিক্ষার্থী নিহত

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক স্কুলে গোলাগুলির ঘটনায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। খবর ওয়াশিংটন পোস্টের।

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের পর ১৫ বছর বয়সী এক ছাত্রের গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

রাজ্যটির শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, অকল্যান্ড কাউন্টির অক্সফোর্ড হাইস্কুলে ক্লাসচলাকালীন এ ঘটনা ঘটে। হামলায় ১৬ বছর বয়সী এক ছাত্র এবং ১৪ ও ১৭ বছর বয়সী আরও দুই ছাত্রী নিহত হয়েছে। আহত আটজনের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল। বাকি দু’জনের শরীরের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

আরও পড়ুন: দ. কোরিয়ায় বাংলাদেশিসহ ৬৯ জনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ

আরও জানানো হয়, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সেমি-অটোমেটিক হ্যান্ডগান উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

মিনেসোটা সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলা সম্পর্কে জানতে পেরেছেন। প্রিয়জনকে হারানোর শোক সহ্য করা পরিবারগুলোর সাথে বাইডেন একাত্মতা ঘোষণা করে বলেন, এ মুহূর্তে সকলেই শোকার্ত অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ এই হামলার বাইরে চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে ১৩৮টি গোলাগুলির ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply