মাদারীপুরে এক ভবনেই ৩০ সরকারি দফতর, তদারকিতে গঠিত বিশেষ মনিটরিং কমিটি

|

ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে এক ভবনেই ৩০টি সরকারি দফতরের কার্যালয় স্থানান্তর করা হয়েছে। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে লেকের শকুনী মৌজায় নির্মিত দশতলা বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবনে শুরু হয়েছে এর কার্যক্রম।

দশতলা বিশিষ্ট অফিস ভবনটিতে জেলার অন্তত ৩০টি সরকারি দফতর জায়গা পেয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল থেকে এসব অফিসের মালামাল স্থানান্তর শুরু হয়।

আরও পড়ুন: ৬ প্রার্থীর কেউই নিজের ভোটও পাননি!

এক ভবনে সরকারি বিভিন্ন দফতরের সেবা পাওয়ায় ভোগান্তি আর হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। জেলার গণপূর্ত বিভাগ জানায়, একসাথে ৩০টি দফতরকে দেখাশোনা করতে জেলা প্রশাসন থেকে গঠন করা হয়েছে মনিটরিং কমিটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply