পুলিশি হয়রানির অভিযোগে পুনঃনির্বাচনের দাবি আ’লীগ প্রার্থীর, পাল্টা অভিযোগ পুলিশের

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি করেছেন নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয়। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পালিদেহায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জয়ের অভিযোগ, বিএনপি প্রার্থীর সাথে আঁতাত করে লালপুর থানার এসআই হিমাদ্রী হালদার ও এএসআই রানা মিয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নৌকার ব্যাচ খুলে নিয়েছে এবং বাড়ি বাড়ি ঢুকে তার সমর্থকদের মারধর করার অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন: জয়ের পর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন নারী ইউপি সদস্য

তবে লালপুর থানার ওসি ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, গত ২৮ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করেন। পুলিশ তা প্রতিহত করলে পরাজিত হয়ে পুলিশের ওপরই ক্ষুব্ধ হয়েছেন তিনি।

ওসি ফজলুর রহমান আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে প্রশাসন তৎপর ছিল। নির্বাচনে ঐ ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু জয়ী হন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply