করোনায় অ্যাশেজ ঘিরে শঙ্কা

|

ছবি: সংগৃহীত

করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রভাব পড়তে পারে অ্যাশেজ সিরিজে। পার্থে সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজ সিরিজ। ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে পার্থে। তবে কোয়ারেন্টাইন জটিলতায় শেষ টেস্টটি মাঠে না গড়ানোর আশঙ্কা রয়েছে।করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে ভ্রমণকারীদের ১৪ দিনের ‘কঠোর কোয়ারেন্টাইন’ করা হয়েছে বাধ্যতামূলক।

১৪ জানুয়ারি শুরু হবার কথা পার্থ টেস্ট। এর আগে চতুর্থ টেস্ট সিডনিতে। নিয়ম অনুযায়ী দুই টেস্টের মাঝে করতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিন। শুধু তাই নয়, ক্রিকেটাররা তাদের সাথে আনতে পারবেন না পরিবারের কোনো সদস্যকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply