চীন-পাকিস্তানের ওপর নজরদারি বাড়াতে চালকহীন সামরিক ড্রোন কিনলো ভারত

|

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের কাছ থেকে নতুন সামরিক ড্রোন ‘হেরন’ কিনেছে ভারত। টানা ৩০ ঘণ্টা চলতে সক্ষম এই ড্রোন প্রায় ৪৫ হাজার ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলতে ও নজরদারি চালাতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, মূলত চীন ও পাকিস্তানের ওপর নজরদারি বাড়াতেই এই ড্রোন কিনেছে দেশটি।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা মহামারি না হলে, আরও আগেই এই ড্রোন পৌঁছে যেত। হেরন-১ গোত্রের আপডেট ভার্সনের ড্রোনটিতে বসানো যাবে লেজার-নিয়ন্ত্রিত নিশানা করার সরঞ্জাম এবং আকাশ থেকে মাটিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীর গুলি, নিহত ৩

ড্রোনটি চালক ছাড়াই নিজের নিশানা নির্ধারণ ও যাবতীয় কাজ করতে সক্ষম হওয়ায় ভবিষ্যতে এর মাধ্যমে কোনো ঝুঁকি ছাড়াই শত্রু দেশের জঙ্গি ঘাঁটির ওপর নজর রাখতে পারবে ভারত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply