গ্রিসে ভ্যাকসিন না নিলে প্রতি মাসে ১০০ ইউরো জরিমানা!

|

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। ছবি: সংগৃহীত

ভ্যাকসিন না নিলেই গুনতে হবে ১০০ ইউরো জরিমানা! ষাটোর্ধ্বদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে মঙ্গলবার এ ঘোষণা দিলো গ্রিক সরকার।

দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, ২০২২ সালের ১৬ জানুয়ারির মধ্যে ষাটোর্ধ্ব সব গ্রিকদের টিকাদানের আওতায় আনতে চায় সরকার। বিষয়টির সাথে কেউ দ্বিমত পোষণ করলে, প্রতি মাসে গুনতে হবে ১০০ ইউরো জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা ৯ হাজার ৭০৯ টাকা।

বিশ্বজুড়ে করোনার উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ এড়াতে টিকা গ্রহণের ওপর জোর দিচ্ছে দেশটির সরকার। বলা হয়, জরিমানার অর্থ যাবে গ্রিক স্বাস্থ্যখাতে।

দেশটির ৬৩ ভাগ মানুষ টিকা গ্রহণ করলেও বিষয়টি এড়িয়ে গেছেন ৫ লাখ ২০ হাজারের বেশি ষাটোর্ধ্ব নাগরিক। গ্রিসে করোনায় মোট প্রাণহানি ১৮ হাজারের বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply