হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বিশ্বের অন্যতম সামরিক শক্তির দেশ রাশিয়া। পরীক্ষিত এই মিসাইলটি প্রায় চারশো কিলোমাটির দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

সোমবার (২৯ নভেম্বর) শ্বেত সাগর থেকে এর উৎক্ষেপণ করে রুশ নৌবাহিনী। শব্দের চেয়ে ৯ গুণ গতিসম্পন্ন এই মিসাইল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রায় শেষের পথে। আগামী বছরই আনুষ্ঠানিকভাবে যোগ হবে রুশ নৌবহরে। এর মাধ্যমে রাশিয়ার সামরিক শক্তিকে আরও সমৃদ্ধ করা হলো বলেও জানান তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে কোরান পোড়ানোর জেরে থানায় আগুন দিলো জনতা

২০১৮ সালে জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় এই মিসাইলের উদ্বোধন করেন ভ্লাদিমির পুতিন। পরে সেই বছরের ডিসেম্বরে অস্ত্রটির পরীক্ষা চালানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply