শর্ত দিয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

|

ছবি: সংগৃহীত

শর্ত দিয়ে হাফ ভাড়া কার্যকরে মালিকপক্ষের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সাথে তার কার্যালয়ে দেখা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে বের হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানায়, আগামীকাল সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ৭ ডিসেম্বর পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেয়া হয়েছে। একই দিন সকাল ১১টায় নীলক্ষেত থেকে স্মারকলিপি দেয়ার জন্য সংসদ ভবনে পদযাত্রা করা হবে।

নিরাপদ সড়কের দাবিতে উত্থাপন করা ৯ দফা দাবি পূরণ না হওয়া অবধি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply