বিএনপি ঘোমটা পরে নির্বাচন করছে: কাদের

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলীয় সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে বিএনপি ঘোমটা পরে প্রতীক ছাড়া নির্বাচন করছে। নির্বাচনকে কেন্দ্র করে তারা বিদ্রোহীদের আশ্রয় করে মারামারি করছে। এসময় ইউপি নির্বাচনে যে সহিংসতার হচ্ছে তার জন্য তিনি বিএনপিকে দায়ী করেন। বলেন, বিএনপি বিদ্রোহী প্রার্থীদের ওপর ভর করে মারামারি, হানাহানি সৃষ্টি করেছে।

আরও পড়ুন: খালেদার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনলে সরকারের আপত্তি নেই: কাদের

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি ছিল। এবারের নির্বাচনে রেকর্ড অংশগ্রহণ হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এ দেশে কখনও শান্তিপূর্ণ হয়নি। নির্বাচনে অংশগ্রহণই মূল কথা।

দলীয় সভার বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply