অনিবন্ধিত সুদ কারবারিদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

|

ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশে সারাদেশের অনিবন্ধিত সুদ কারবারিদের তালিকা করতে একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে তদন্ত করতে বিশেষ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয় হাইকোর্ট।

একইসঙ্গে তালিকা করতে গিয়ে যদি ওই সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে ব্যবস্থা গ্রহণ করে তাদের কার্যক্রমও বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। ৪৫ দিনের মধ্যে এসব বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন আদালত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply