ফিরে আসার সুযোগ পাওয়া যায় বলেই টেস্ট সুন্দর: বাবর আজম

|

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বললেন, ফিরে আসার সুযোগ পাওয়া যায় বলেই টেস্ট সুন্দর।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বাবর বলেন, প্রথম ইনিংসে বাংলাদেশ যেভাবে খেলেছে সেটা সত্যিই দারুণ। তবে শাহিন আফ্রিদি ও হাসান আলীর পারফরমেন্সও ছিল চমৎকার। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য্যই এটা যে, ভুল করলে তা সংশোধনের সুযোগ পাওয়া যায় এখানে।

এছাড়াও, খুব কম সময়ের মধ্যেই ভিন্ন ফরম্যাটে নিজেদের মানিয়ে নিতে পেরেছে বলে পুরো স্কোয়াডকেই ধন্যবাদ দিলেন এই তারকা ব্যাটার। বললেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট সিরিজের প্রস্তুতি গ্রহণের জন্য পর্যাপ্ত সময় পাইনি আমরা। তবে এখানে সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করেছে পুরো দল। আবদুল্লাহ শফিক যেভাবে তার ইনিংস গড়েছে তাতে আমি খুবই আনন্দিত। আবিদ আলীর কথাও বলতে হয়। কঠিন জায়গা থেকে দলকে টেনে তোলার জন্য যেভাবে রান করেছে সে, তা সত্যিই দুর্দান্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply