সহিংসতার কারণে স্থগিত কক্সবাজারের ৫ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু

|

কক্সবাজারে সহিংসতার কারণে স্থগিত স্থগিত হওয়া চার ইউনিয়নের ৫ ওয়ার্ডে ভোট হচ্ছে আজ। প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণের দিন সহিংসতা দেখা দিলে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল।

ভোটের দিন সহিংসতার কারণে কক্সবাজারের ৪ ইউনিয়নের ৫ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর ফলে চার ইউনিয়নের তিনটি করে পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি। আজ সেসব কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুইটি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এছাড়া ১১ নভেম্বর দ্বিতীয় দফায়ও খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ও পুলিশের গুলিতে অন্তত দুইজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়। তারই জেরে কেন্দ্রগুলোর ভোট স্থগিত করা হয়।

/এসএইচও


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply