বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, একে একে ১২টি বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

|

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যুবরণ করেছে একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাঈনুদ্দিন। ঘটনার পর ১২টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর হয়েছে অনেকগুলো গাড়ি। রাত ১২টা ৩০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

জানা যায়, রামপুরা টিভি রোডের সামনের রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অনাবিল বাসচাপায় ঘটনাস্থলেই মাঈনুদ্দিন মারা যায়। এ সময় মাঈনুদ্দিনের সাথে তার দুলা ভাই সাদ্দাম ছিলেন। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মাঈনুদ্দিন পরিবারের সাথে পূর্ব রামপুরা তিতাস রোড এলাকায় থাকতো। তার বাবার নাম আব্দুর রহিম।

আরও পড়ুন: রাজধানীর রামপুরায় বাসের চাপায় আরেক স্কুল ছাত্রের মৃত্যু, একাধিক বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

রামপুরা থানার উপ-পরিদর্শক মো.মারুফ জানিয়েছেন, রাত পৌনে এগারটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচা বাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply