অফসাইড শনাক্তকরণে নতুন প্রযুক্তি

|

ছবি: সংগৃহীত

অফসাইড স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার জন্য নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করছে ফিফা। আরব কাপে পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি ব্যবহার করা হবে।

নতুন এই প্রযুক্তিতে একটি বিশেষ ক্যামেরা এবং ডেডিকেটেড অফসাইড ভিডিও সহকারী থাকবে। ফলাফল ইতিবাচক হলে কাতার বিশ্বকাপের ফাইনালে ব্যবহার করা হতে পারে এই প্রযুক্তি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ফুটবলের নীতি-নির্ধারক সংস্থা ফিফার ফুটবল টেকনোলজি ও ইনোভেশন বিভাগের পরিচালক জোহানেস হলজমুয়েলার।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ র‍্যাংনিক

নতুন এই প্রযুক্তির মাধ্যমে স্টেডিয়ামের ছাদে একটি ক্যামেরা সিস্টেম স্থাপন করা হবে এবং ভিডিও সহকারী রেফারিকে দিবেন। এর মাধ্যমে রেফারি তাদের সিদ্ধান্ত সহজেই যাচাই এবং নিশ্চিত করতে পারবেন।

ফুটবলে অফসাইড শনাক্তকরণে প্রযুক্তির পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। সর্বশেষ ২০১৮ সালে ঘটে ভিএআরের আগমন। এই প্রযুক্তি খেলার ভিডিওর রিপ্লে দেখানোর মাধ্যমে মাঠের রেফারিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply