ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত স্পেনের উত্তরাঞ্চল

|

ছবি: সংগৃহীত

ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত স্পেনের উত্তরাঞ্চল। সপ্তাহব্যাপী তুষারপাতে বন্ধ হয়ে গেছে নাভারা অঞ্চলের সাথে যোগাযোগ।

গত রোববার (২৮ নভেম্বর) প্রায় ১ ফুট তুষারপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অফিস। বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকার যানবাহন চলাচল। সড়কে যান চলাচল সচল করতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রায় সাড়ে ৮’শ যন্ত্র ও দেড়শ লাখ টন লবণ নিয়ে চলছে তুষার অপসারণের অভিযান।

অঞ্চলটিতে বর্তমানে মাইনাস ১০ থেকে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আরও বেশ কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গেল সপ্তাহে বৈরী এ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ছেলের উপস্থিতিতে আজ এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরাবে বারবাডোজ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply